খুলনায় বিপুল পরিমাণ মাদক জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/18/photo-1439904378.jpg)
খুলনার সোনাডাঙ্গা এলাকার অভিজাত আবাসিক এলাকা থেকে মাদকের একটি বড় চালান জব্দ করেছে র্যাব-৬। আজ মঙ্গলবার ভোররাতে ৪৫৫ বোতল দেশি ও বিদেশি মদ, ৭৩৬ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
র্যাব ৬-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, আজ খুলনা অঞ্চলে মাদকের সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা নগরের লবণচরায় র্যাব ৬ -এর সদর দপ্তরে জব্দ করা মাদক সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় সাংবাদিকদের র্যাব জানায়, জব্দ করা মদ ও বিয়ারের বাজার মূল্য ৩৭ লাখ টাকা। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই মদ ও বিয়ার আটক করা হয়েছে। বিয়ারগুলো হল্যান্ডের তৈরি এবং মদের বোতল স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ও বাংলাদেশে উৎপাদিত কেরু কোম্পানির।
র্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোনাডাঙ্গার ৬ নম্বর রোডে ৩ নম্বর বাড়িতে অভিযানকালে মুন্নী আক্তার নামে এক গৃহবধূকেও আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নী জানিয়েছেন, খুলনার আলোচিত মাদক ব্যবসায়ী শাহাজাহান হাওলাদারের তৃতীয় স্ত্রী এবং তিনি নিজে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
নিয়াজ মোহাম্মদ ফয়সাল আরো জানান, অভিযানকালে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে জানা যায়, এই মোটরসাইকেলে করে নগরীর বিভিন্ন স্থানে মদ বিয়ার পৌঁছে দেওয়া হতো।