হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার দুজন রিমান্ডে
রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিভ্রান্ত্রিকর তথ্য প্রচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার দুজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।
এর আগে আজ দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুক্তার হোসেন তাঁদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডে নেওয়া দুজন হলেন আলতামাস আহম্মেদ বাবু ও সৈয়দ জানে আলম রুবেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দুজন পুলিশকে জানিয়েছেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁদের আদর্শে খেলাফত রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রচারাভিযান চালাচ্ছিলেন তাঁরা।
এ ছাড়া শীর্ষ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে মুগদা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইব্রাহীম খলিল বর্তমান আইজিপিসহ বিভিন্ন পেশার ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অপরজন আবদুল জলিল নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে আসছিলেন।