রাজবাড়ীতে বিদ্যুৎ কার্যালয়ে হামলা, কর্মীদের মারধর
রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে ২৭ দিন ধরে বিদ্যুতের ট্রান্সফমার বিকল থাকায় এলাকাবাসী আজ বুধবার বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন (২০), অমিতাব বিশ্বাস (১৯), সুজয় শিকদার (৩০), মোক্তার মল্লিক (২৫) ও মিলন শেখ (৩৩)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩১ জুলাই সদর উপজেলার রাজাপুর গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারের একটি ফেস বিকল হয়ে পড়ে। এতে এই গ্রামের বেশ কিছু এলাকার গ্রাহকরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ কার্যালয়কে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, স্থানীয়ভাবে কোনো ট্রান্সফমার না থাকায় তা পরিবর্তন করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়।
রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফিডার ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া জানান, দুপুর ২টার দিকে ৫০-৬০ জনের একদল যুবক মোটরসাইকেল ও নসিমনে করে এসে লাঠিসোঁটা নিয়ে বিদ্যুৎ কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে অফিসের আলমারি, জানালার কাচ ভাঙচুর করে অফিস তছনছ করে। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারী আব্দুল মালেক, আব্দুল গফুর ও শশানক কুমার বাড়ৈকে মারধর করে এবং স্টাফ কোয়ার্টারে ঢুকে পিয়ন মালেকা বেগমের দরজা ভাঙচুর করে তাঁর ছেলে শুভকে মারধর করে এবং অফিসের তিনটি টেলিফোন বিনষ্ট করে। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় হামলাকারীদের পাঁচজনকে আটক করে।
এ ব্যাপারে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আব্দুল মালেক বাদী হয়ে সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির ও জেলা প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।