প্রভাবশালীদের দখলে খাল, খননের টাকা পড়ে আছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440766742.jpg)
পাবনার সুজানগরের পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত বান্নাই নদীর খালটি অবৈধভাবে দখল করে রেখেছে প্রভাবশালীরা। এ খালের ওপর দোকান, বাড়ি ও প্রতিষ্ঠান নির্মাণ করায় প্রায় পুরোটাই চলে গেছে দখলদারদের কবলে। এ নিয়ে মামলা চলায় অবৈধ দখলমুক্ত করতে পারছে না কর্তৃপক্ষ। আর এর ফলে খালটি খননের জন্য বরাদ্দকৃত সোয়া ১৪ কোটি টাকা দীর্ঘদিন অলস পড়ে আছে, যা কাজে লাগানো যাচ্ছে না।
খালটি দখলের কারণে পানিনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে পৌরবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করায় দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বান্নাই নদী দখলের ফলে সুজানগর মহিলা কলেজের প্রবেশমুখে ময়লার ভাগাড় জমেছে। ফলে কলেজের শিক্ষার্থী-শিক্ষকদের প্রতিদিন নাকে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
কলেজশিক্ষক শাহজাহান মণ্ডল ও তরিৎ কুমার কুণ্ডু জানান, দুর্গন্ধের কারণে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে সুজানগর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন তোফা এনটিভি অনলাইনকে বলেন, পৌরসভার পানিনিষ্কাশনের একমাত্র খালটি পুনঃখননের চেষ্টা করেও প্রভাবশালীদের মামলা জটিলতার কারণে সম্ভব হয়ে ওঠেনি। খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পৌরবাসীকে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মেয়র আরো বলেন, বান্নাই খালটি পুনঃখননের জন্য বরাদ্দকৃত সোয়া ১৪ কোটি টাকা অলস পড়ে আছে। এ টাকা কাজেই আসছে না।