দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তাঁরা সংগ্রাম করে যাচ্ছেন। এ সংগ্রামের সঙ্গী হিসেবে শিক্ষার্থীদের পাশে চান তিনি।
আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সততা সংঘের কিছু নিয়মাবলি আছে। সেগুলো তোমরা মেনে চলবে। ভবিষ্যতে তোমরা দেশের কর্ণধার হবে। তোমরা যে শপথবাক্য পাঠ করলে সেখানে যে নিহিত শব্দগুলো আছে তা অনুসরণ করলেই আমি আশা করি নিশ্চিত সুফল পাব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম শাহিন আহমেদ। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক নাসির আনোয়ার, অধ্যাপক আবদুল কুদ্দুছ, অধ্যক্ষ এ কে এম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক আফরোজা সুমা, অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আমির হোসাইন প্রমুখ।