ফরিদপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
গত কয়েক দিন ধরে তীব্র শীতে জবুথবু অবস্থা ফরিদপুর জেলাজুড়ে। এমন পরিস্থিতিতে ফরিদপুরের সদর উপজেলার গরিব, দুঃস্থ ও অসহায় কয়েক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে গেরদা ইউনিয়নের ৮২ গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করেন চৌধুরী নায়াব।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুইম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের সময় নায়াব ইউসুফ বলেন, সারা দেশে কনকনে শীত। বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা মেনে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। বিএনপি সব সময়ই মানুষের পাশে ছিল, আগামী দিনেও মানুষের পাশে থাকবে।