দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় জাসদের বিক্ষোভ মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/31/photo-1441042447.jpg)
দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে আজ সোমবার পাবনা শহরে বিক্ষোভ মিছিল করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ছবি : এনটিভি
দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ সোমবার দুপুরে শহরের তাড়াশ ভবন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাসদের নেতা-কর্মীরা।
পরে তাড়াশ ভবন চত্বরে পথসভায় সারা দেশে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, সহসভাপতি কানু সান্যালসহ অন্য নেতারা বক্তব্য দেন।