চট্টগ্রামে দোকান থেকে বিপুল নিষিদ্ধ ওষুধ জব্দ
চট্টগ্রামের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ বিক্রয়-নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অভিযানকালে সরকারি হাসপাতাল, পরিবার পরিকল্পনা বিভাগ ও বিভিন্ন চিকিৎসককে দেওয়া বিক্রয়-নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে চারটি দোকান সিলগালা করে দেওয়া হয় এবং আটটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি, নোংরা পরিবেশ ও চিকিৎসকের জন্য সৌজন্য ওষুধ বিক্রির তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ বস্তা ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাকলিয়া, মিয়া খান নগরসহ কয়েকটি এলাকায় অধিকাংশ ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসকদের এসব সৌজন্য ওষুধ গরিব ও দুস্থ রোগীদের পাওয়ার কথা। কিন্তু তা দোকানে বিক্রি করা হচ্ছে। আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা করছি।’