শরীয়তপুরের ৩০ গ্রামে কাল ঈদ
শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও মুরিদান ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ কাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে। সুরেশ্বর দরবার শরিফের পীর জানশরিফ মাওলানার আমল থেকে চন্দ্র মাসের গণনা অনুসারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা ও ঈদ পালন করে আসছে।
সুরেশ্বর দরবার শরিফের গদিনসীন পীর শাহ নূরে কামাল ঈদুল ফিতর পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল ৯টায় জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর