মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর মহাখালীর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
পথচারী নূর নবী জানান, মহাখালী রেলগেট এলাকায় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ট্রেনের ধাক্কায় নিহতের সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।