ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লা অংশে যানজট শুরু হয় গতকাল শুক্রবার, আজ শনিবার বিকেলে তা নিমসার থেকে রায়পুর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদ জানান, চান্দিনার মাধাইয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ চলায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। তা ছাড়া মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. অহিদ জানান, শুক্রবার দুপুর থেকে চান্দিনার মাধাইয়া বাজার থেকে সৃষ্ট যানজট রাতে বেড়ে রায়পুর পর্যন্ত বেড়ে যায়। চালকদের আগে যাওয়ার প্রবণতায় এলোপাতাড়ি যান চলাচল করায় ভোগান্তি আরো বেড়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।