পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ১
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর ওপর পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, মুক্তারপুর সেতুর ওপর দুই মোটরসাইকেল আরোহী পাল্লা দিয়ে চালানোর সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মো. মুজাহিদ (১৯) নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী মো. সাব্বির হোসেন রাতুল গুরুতর আহত হন। তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, মোটরসাইকেলচালক মো. মুজাহিদ ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।