শিমুলিয়া-কাওরাকান্দিতে ৫০ ভাগ ড্রেজিং সম্পন্ন
শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে পদ্মার নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ এরই মধ্যে ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম খান এ তথ্য জানিয়েছেন।
আবদুস সালাম খান জানান, লৌহজং টার্নিংয়ে ড্রেজিং শেষ হয়েছে। এরই মধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন ডাউনে ড্রেজিং করলে নাব্যতা সংকট থাকবে না। ডাউনে ড্রেজিংয়ের জন্য এরই মধ্যে পাইপসহ যন্ত্রপাতি বসানো হয়েছে।
আর তিন-চারদিন কাজ করলে পুরো কাজ সম্পন্ন হবে। ঈদে পুরোদমে সব ফেরি এই নৌ রুটে চলাচল করতে পারবে। তিনি আরো জানান, বিআইডব্লিউটিএর নিদের্শ অনুযায়ী আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, চ্যানেলে খনন পুরোদমে চলছে। খননকাজ সম্পন্ন হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। আশা করা যাচ্ছে, ঈদে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।