শিশু পাচারকারী সন্দেহে চারজন রিমান্ডে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/13/photo-1442151838.jpg)
রাজধানীর রামপুরার বনশ্রী থেকে শিশু পাচারকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া চারজনের প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন আসামি চারজনকে হাজির করে ১০দিন করে রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাঁদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম শুভ।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে ওই চারজনকে আটক করে পুলিশ। এ সময় ওই ভবন থেকে ১০ শিশুকেও উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ১০ শিশু হলো ভোলার বাবুল (১০), আব্বাস (১০) ও স্বপন (১১), নোয়াখালীর আকাশ (১০) ও রফিক (১৩), কুমিল্লার মোবারক হোসেন (১৩), পিরোজপুরের আবদুল্লাহ আল মামুন (১১), নারায়ণগঞ্জের ইব্রাহিম (১০), ময়মনসিংহের রাসেল (১৩) ও মৌলভীবাজারের ফরহাদ হোসেন (১০)।
এ ঘটনায় রামপুরা থানায় আটক চারজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।