যানজট নিরসনে নৌমন্ত্রীর সহায়তা চাইলেন সড়কমন্ত্রী
ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন যান না নামাতে নৌমন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কের কারণে যানজট সৃষ্টি হয় না, এটা আমরা নিশ্চিত। যেসব জায়গা সরু ছিল, যেসব জায়গা আমরা প্রশস্ত করেছি।’
মন্ত্রী বলেন, ‘আমরা কারিগরিভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, সমস্যা চিহ্নিত করতে পেরেছি। আপনার পরিবহন মালিক ও শ্রমিকরা যেন রাস্তায় ফিটনেসবিহীন যান না নামায়, এটা নিশ্চিত করুন।’
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে—১. ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নয় দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে; ২. ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন পশুবাহী ও পচনশীল পণ্যদ্রব্য ছাড়া সব ধরনের ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে; ৩. মহাসড়কে সব ধরনের তিন চাকার যান, যেমন : নছিমন, করিমন, অটোরিকশা চলাচল করতে পারবে না।
নৌমন্ত্রীর প্রতি কেন ফিটনেসবিহীন যান রাস্তায় না নামানোর আহ্বান জানানো হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের হেসে ওঠেন।
নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তাঁর পরিবারের বাস ব্যবসা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক