গোয়ালন্দে ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে একটি বাস থেকে আরিফুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নবগ্রামে। তিনি চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে বেনাপোল যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে চট্টগ্রাম থেকে বেনাপোলগামী বাসটিতে তল্লাশি চালিয়ে আরিফুলের কাছ থেকে পলিথিনে রাখা চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মো. রবিউল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত রাখার জন্য বিশেষ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।’