গরু নিয়ে পদ্মায় ট্রলারডুবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় ৩৫ গরু নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার শিমুলিয়া লঞ্চঘাট এলাকার লৌহজং চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। গরুবাহী ট্রলারটি সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় যাচ্ছিল।
পুলিশের মাওয়াঘাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনায় ট্রলারের লোকজনের কোনো ক্ষতি হয়নি।