লেভেল প্লেয়িং ফিল্ডের সবটা পাচ্ছি না : ড. মোশাররফ
এখনও নির্বাচনের পরিপূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য যে এই পর্যন্ত আমরা প্রশাসন থেকে লেভেল প্লেয়িং ফিল্ডের সবটা এখনও পাইনি।’
মঙ্গলবার কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পর্যন্ত আমরা প্রশাসন থেকে লেভেল প্লেয়িং ফিল্ডের সবটা এখনও পাইনি। এখনো আমাদের যারা সংসদ সদস্য, আপনারা জানেন এসব সংসদ সদস্যরা নির্বাচিত নয়। তবু এই সংসদ সদস্যরা আগের মতো প্রশাসনকে যেভাবে বলছেন, প্রশাসন এখনো সেইভাবে কাজ করার চেষ্টা করছে। তাই, আমরা আজকে এই সভায় আমি এবং আমাদের অনেকেই উত্থাপন করেছি, যে যেই যেই জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না, সেগুলো আমরা উত্থাপন করেছি।’
এ সময় তাঁর সঙ্গে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক, কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ইউনুস, কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হাজি আমিনুর রশিদ ইয়াছিনসহ অনেকে উপস্থিত ছিলেন।