মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জেলে নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার নৌকায় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছে। এ সময় আরো দুই জেলে আহত হয়।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পুরা ও মেঘনার চর এলাকার মাঝনদীতে এ ঘটনা ঘটে।
এঁরা হলেন জানে আলম (৩০) ও আক্তার হোসেন। তাঁদের বাড়ি বড় রায়পুরা এলাকায়। আহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।