গজারিয়ায় বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় অবস্থিত কাসেম আলী অ্যান্ড সন্স স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন, বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত মাসের বেতন তাঁরা এখনো পাননি। মালিকপক্ষ ঈদের পর বেতন দেওয়া হবে বলে জানায়। কিন্তু এখন মালিকপক্ষ শ্রমিকদের পাওনা বেতন না দিয়ে টালবাহানা শুরু করে।