বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সীমান্তের দৌলতপুরে ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আনোয়ার।
লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত চোরাচালান সমস্যা সমাধানে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে।
পতাকা বৈঠক সফল হয়েছে বলেও জানান ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আনোয়ার।
ভারতীয় ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজেন্দ্র সিংহ।
রাজেন্দ্র সিংহ বলেন, সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ টহলে চোরাচালান ও পাচার কার্যক্রম পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক নিয়ন্ত্রণে এসেছে। সীমান্তে যেন কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটবে না।