বাঘ ও হরিণের চামড়া উদ্ধার, তিনজন আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে বাঘ ও হরিণের চামড়াসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বুধহাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া ও চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার কোড়া গ্রামের আবু সালেক (৪০), খুলনার দাকোপ উপজেলার কলাবগী গ্রামের আমানুল্লাহ গাজী (২৪) এবং আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন (৩৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক এনটিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় চামড়া পাচারে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ হোসেন সুমন জানান, সুন্দরবন থেকে বাঘ ও হরিণ শিকার করে এসব চামড়া পাচারের জন্য সংগ্রহ করা হয়।