মুন্সীগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন
সারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের ভাস্কর্য অঙ্কুরিত ৭১’-এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সহসভাপতি সেলিনা খানমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, জেলা আইনজীবী সমিতির সভাপতি শ ম হাবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শ ম কামাল, জাসদের সভাপতি অ্যাডভোকেট নাসিরুজ্জামন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবউদ্দিন আহম্মেদ প্রমুখ।
এ ছাড়া কাউন্সিলর নার্গিস আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।