বাংলাদেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে শুনানি দুপুরে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424937917.jpg)
ইউরোপীয় পার্লামেন্টে আজ বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে এই শুনানি শুরু হওয়ার কথা।
গত ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করে যাওয়া মানবাধিকারবিষয়ক উপকমিটির একটি প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে শুনানিতে। ইউরোপিয়ান পিপলস পার্টির এমপি ক্রিশ্চিয়ান ড্যান প্রেডা ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাদের এই সফরের অন্যতম মূল লক্ষ্য ছিল শ্রম অধিকার, শিশু-নারী ও সংখ্যালঘু অধিকার যাচাই এবং রাজনৈতিক অস্থিরতার ফলে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মূল্যায়ন করা।