পৌর আমিরসহ জামায়াত-শিবিরের ৪১ জন আটক
বান্দরবানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৪১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াতের পৌর শাখার আমিরও রয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে জেলা ইসলামী পাঠাগার থেকে পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান বাজারের পাঠাগার ভবনের ইসলামী পাঠাগারে অভিযান চালিয়ে জামায়াতের পৌর শাখার আমির, ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ ৪১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, নাশকতা সৃষ্টির আশঙ্কায় গোপন বৈঠক থেকে জামায়াত ও শিবিরের এ নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আছেন জামায়াতের পৌর শাখার আমির রেজাউল করীম, সাতকানিয়ার অলি আহম্মদ বীর বিক্রম কলেজের শিক্ষক হামিদ আজাদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরানুল হকসহ জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র। আটকের পর তাঁদের সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, ইসলামী পাঠাগারে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৪১ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, ছাত্ররা কোরআন পাঠ শিক্ষার জন্য ইসলামী পাঠাগারে গিয়েছিল। হয়রানিমূলক শিক্ষকসহ ছাত্রদের আটক করা হয়েছে।