নৌ যোগাযোগ নিরাপদের দাবি সন্দ্বীপবাসীর
চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের নৌ যোগাযোগ নিরাপদ করার দাবি জানিয়েছেন ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠন। সেই সঙ্গে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধের দাবিও জানিয়েছে তারা। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
সংগঠনটির সমন্বয়ক ডা. রফিকুল মাওলার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসান মোহাম্মদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল কবির, চিটাগং চেম্বারের পরিচালক সরওয়ার হোসেন জামিল।
বক্তারা চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে চালু করা স্টিমারের ভাড়া যৌক্তিক করা, ঘাটের সংস্কার ও ছোট ছোট নৌযানে অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধের দাবি জানিয়েছেন।