মুন্সীগঞ্জে গবেষণা কেন্দ্রের উদ্বোধন
মুন্সীগঞ্জের প্রাণকেন্দ্র মালপাড়ায় অগ্রসর বিক্রমপুর ভবনে উদ্বোধন করা হলো জ্ঞানপীঠ স্বদেশ গবেষণা কেন্দ্র। বুধবার বিকেলে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশসহ অন্য শিল্পীরা। এ সময় বিক্রমপুরের ঐতিহ্য ও পুরাকীর্তি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইতিহাসবিদ ড. আশা ইসলাম নাইম, ড. রশীদি মাহমুদ প্রমুখ।