স্ত্রীর সঙ্গে রাগ করে আত্মহত্যা!
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়ায় স্ত্রীর সঙ্গে রাগ করে রহমান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি কীটনাশকের সেবন করে আত্মহত্যা করেছেন।
নিহত রহমান মোল্লা ছোট রায়পাড়ার মৃত হাসেন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে রহমান মোল্লা ছোট রায়পাড়া সংলগ্ন মেঘনা নদীর তীরে বসে বিষাক্ত কীটনাশক টেবলেট সেবন করেন। এ সময় লোকজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানায়, পারিবারিক জীবনে অসুখী ছিলেন রহমান মোল্লা। স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া হতো। স্ত্রীর সঙ্গে রাগ করে তিনি আত্মহত্যা করতে পারেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েত-উল-ইসলাম ভূইঞা জানান, নিহতের বড় ভাই আবদুল হাকিম বাদী হয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।