বেতকা-গুলিস্তান সড়কে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ
বেতকা-গুলিস্তান সড়কে যাত্রীবাহী বাসে চাঁদাবাজদের দৌরাত্ম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা এলাকায় আজ মঙ্গলবার পরিবহন মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। দুপুর ১টার দিকে সড়কে চলাচলকারী ডিএম পরিবহন ও এসএস পরিবহনের বাসের মালিক-শ্রমিকরা বেতকা চৌরাস্তায় দীর্ঘ মানববন্ধন করেন।
দুপুর দেড়টার দিকে মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস মালিক মো. ফিরোজ ভূইয়া, রহিম ভূইয়া, সুদেব ভাওয়াল, বেলাল হোসেন, হাশেম বেপারী প্রমুখ।
বাসমালিক সুদেব ভাওয়াল অভিযোগ করেন, জেলার টঙ্গিবাড়ি উপজেলার বেতকা থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত অন্তত ছয়টি স্পটে চাঁদাবাজরা চলাচলকারী প্রতিটি বাস থেকে চাঁদা আদায়ে সক্রিয় রয়েছে। প্রতিদিন একেকটি বাস থেকে চাঁদাবাজরা প্রায় দেড় হাজার টাকা চাঁদা আদায় করছে।