স্কুল স্থানান্তরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/07/photo-1446895319.jpg)
কুড়িগ্রাম সদরের গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, ২০১৩ সালে ব্রহ্মপুত্রের ভাঙনে গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যায়। এরপর বিদ্যালয়টি রলাকাটা পূর্বপাড়ে স্থানান্তর করা হয়।
কিন্তু উপজেলা শিক্ষা কমিটি চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে গত ৫ নভেম্বর পুনরায় বিদ্যালয়টিকে ব্রহ্মপুত্রের দক্ষিণপাড়ে আরাজী পিপুলবাড়ী গ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
বিদ্যালয়টি দক্ষিণপাড়ে স্থানান্তরিত হলে ৯০ ভাগ শিক্ষার্থীকে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হবে। এতে করে অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা।
বক্তারা বলেন, রলাকাটা পূর্বপাড় চরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যদিকে ব্রহ্মপুত্রের দক্ষিণপাড় আরাজী পিপুলবাড়ী গ্রামে চারটি বিদ্যালয় রয়েছে। মানববন্ধন থেকে বিদ্যালয় রলাকাটা পূর্বপাড়া থেকে স্থানান্তর না করার দাবি জানানো হয়।
পরে আবদুল মোতালেব, আনছার আলী ও জাহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করে।