আরবান কো-অপারেটিভ ব্যাংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জামালপুরে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চার কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ৪০টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সদর থানায় এসব মামলা করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব মামলায় অভিযোগ আনা হয়েছে, ব্যাংকটির জামালপুর শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ ইবনে হক, কর্মকর্তা লিপি আরা পারভীন, ব্যাংকের চেয়ারম্যান মো. রফিকুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান ২০১১ সাল থেকে ২০১৩ সালের ২৯ জুলাই পর্যন্ত একে অপরের যোগসাজসে ৯৪টি রশিদের মাধ্যমে ৪০ জন আমানতকারীর মোট এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
পরে আমনতকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে আজ মামলাগুলো করেন।
মামলায় আরো বলা হয়েছে, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি থেকে জামালপুরে ব্যাংকটি তার শাখা প্রতিষ্ঠা করে কার্যক্রম শুরু করে। এই শাখা হতে আমানতকারীদের এফডিআরের টাকা স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে ঋণ দেওয়া এবং প্রধান কার্যালয়ের নির্দেশে একটি অংশ ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠানো হতো।
ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও হঠাৎ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর শাখাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় আমানতকারীরা তাঁদের টাকা ফেরত না পেয়ে দুদকে অভিযোগ দায়ের করেন।