সরিষাবাড়িতে ভিক্ষুককে কুপিয়ে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভিক্ষুকের নাম হাসনা বেগম (৪৮)।
নিহতের ছোট বোন রুকিয়া বেগম জানান, হাসনা বেগমের বিয়ে হয়েছিল একই গ্রামের আবদুল মজিদের সঙ্গে। ১৪-১৫ বছর আগে স্বামী তালাক দেওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে হাসনা তাঁর সঙ্গে (ছোট বোন) বাস করতেন। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন আর বড় বোন হাসনা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। প্রকাশ্যে তাঁদের কোনো শত্রু ছিল না।
রুকিয়া বেগম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণপাড়া গ্রামে দুর্বৃত্তরা হাসনা বেগমকে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার পুলিশ আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।