ফরিদপুরে ট্রাকচাপায় শিশু নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/16/photo-1447673824.jpg)
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকচাপায় বশির মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বশির মিয়া উপজেলার মধ্য কাইসেল এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টায় উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকার মসজিদের সামনে একটি ট্রাক (যশোর-ট ১১-৩৫১৪) শিশু বশিরকে চাপা দিয়ে চলে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক আবার তাকে চাপা দেয়। পুলিশ প্রথম ট্রাকটিকে ধরতে পারেনি। তবে পরের ট্রাকটি আটক করেছে।
ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরের ট্রাকটিকে আটক করেছি। আগের যে ট্রাকটি শিশুটিকে চাপা দেয়, সেটি পালিয়ে গেছে। পরে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।