মেঘনায় লঞ্চ থেকে বিপুল কারেন্ট জাল জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/24/photo-1448315322.jpg)
চাঁদপুরের মেঘনা নদী থেকে জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল সোমবার পুড়িয়ে ফেলে কোস্টগার্ড। ছবি : এনটিভি
চাঁদপুরের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় দুই লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সোমবার সকালে কোস্টগার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে ডাকাতিয়া নদীর পাড়ে সাংবাদিকদের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা হবে বলে জানান কোস্টগার্ড কমান্ডার।