গাজীপুরে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী কাশেম খান অবশেষে মারা গেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য কাশেম খান (২০) আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
গত সাত ফেব্রুয়ারি দিনগত রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে কে বা কারা লুটপাট করছে এমন খবর দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্রদের। খবর পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী লুটতরাজ ঠেকানোর জন্য ওই বাড়িতে যান। এ সময় তাদের আটক করে মাইক দিয়ে ডাকাত পড়েছে এমন খবর ছড়ানো হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক করা বৈষম্যবিরোধী ছাত্রদের উপর নির্মম হামলা চালায়। রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ২০ জনকে গুরুতর জখম করে। এ ঘটনায় কাশেম খান সিয়ামসহ গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
নিহত কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার ভোটবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাজি জামালের ছেলে। মা-বাবার অবর্তমানে কাশেম সৎ মা এবং ফুফুর কাছে মানুষ হয়েছেন।
ফুপু স্থানীয় বিএনপিনেত্রী নাসিমা আক্তার বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন ফ্যাসিবাদী সন্ত্রাসীদের হাতে আর কোনো সন্তানের প্রাণ না ঝরে।

নাসির আহমেদ, গাজীপুর