মসজিদের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে গুলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/27/photo-1448617873.jpg)
বগুড়ায় শিয়া মসজিদে হামলার সময়ও প্রধান ও একমাত্র ফটকটিতে তালা লাগিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। নামাজিদের গুলি করে দুর্বৃত্তরা মসজিদের পাশে নির্মাণাধীন একটি দেয়াল টপকে পালিয়ে যায়। দেয়ালের ওপারে ক্ষেত ও ফাঁকা জায়গা রয়েছে। সেখান দিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকাবাসী তালা ভেঙে আহতদের উদ্ধার করেন।
urgentPhoto
ধারণা করা হচ্ছে, গুলির শব্দ শুনে কেউ যাতে দ্রুত ঘটনাস্থলে আসতে না পারে, সে কারণেই দুর্বৃত্তরা এ কৌশল নিয়েছিল।
এর আগে ঢাকায় লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে হামলা চালিয়ে তিনজনকে আহত করা এবং আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনী সংস্থার কার্যালয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যার সময়ও প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছিল হামলাকারীরা।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে মসজিদের অনিয়মিত মুয়াজ্জিন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায়ও তালা দেওয়ার ঘটনা ঘটল।
নিহত মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের (৬০) বাড়ি হরিপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনূর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।
ঘটনার পর আজ শুক্রবার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা মসজিদ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেন।
এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান বলেন, ‘সন্দেহ করা হচ্ছে, মসজিদের ডান দিক থেকে তিনজন এখানে হামলা করতে আসে। তারা ডান দিক থেকে এসে গলিতে ঢুকে। প্রথমে তারা দরজায় একটি তালা দেয়। তালা দিয়ে তারা ঢুকে পড়ে।’
‘নামাজ তখন চলছিল। নামাজিরা সেজদায় যাওয়া বা ওঠার মুহূর্তে তারা গুলি করে। ধারণা করা হচ্ছে, গুলিটা তারা দরজা থেকে করেছে’, যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ছোট্ট গলির ভেতরে মসজিদটির অবস্থান। এর নাম আল-মোস্তফা মসজিদ। গলি দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই পড়ে প্রধান ও একমাত্র ফটকটি। সেটি লোহা দিয়ে তৈরি। তার পর উঠানের মতো ফাঁকা একটু জায়গা। তারপরই মূল মসজিদঘর, পাকা ভবন। কাঠের তৈরি একটি দরজা পেরিয়ে ঢুকতে হয় মসজিদের ভেতরে।
মসজিদঘরের পাশে রয়েছে অজুখানা। তার পাশে টয়লেট। অজুখানার পাশ দিয়ে তোলা হচ্ছে নতুন দেয়াল। এর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। ওপরে রয়েছে দেয়ালের বিম আর নিচে অর্ধেক পর্যন্ত ইট গেঁথে রাখা হয়েছে। বিম ও ইটের গাঁথুনির মাঝখানে বেশ কিছুটা ফাঁকা রয়েছে। দেয়ালের ওপাশে রয়েছে জমি ও বেশ ফাঁকা জায়গা। ধারণা করা হচ্ছে, গুলি করে দুর্বৃত্তরা এই ফাঁক দিয়েই পালিয়ে যায়।
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে হামলার সময় দুর্বৃত্তরা প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে প্রধান ফটক বন্ধ করে রেখে যায়। আহতরা বের হওয়ার চেষ্টা করলেও দরজায় তালা দেওয়া থাকায় তাঁরা তখন বের হতে পারেননি। তাঁরা জানালা দিয়ে আশপাশের লোকজনকে চিৎকার করে বাঁচানোর আকুতি জানান। কিন্তু ফটকে তালা দেওয়া থাকায় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করতে পারেননি। পরে তালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
প্রায় কাছাকাছি সময়ে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে তাঁর আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে তালাবদ্ধ করে রেখে যায় দুর্বৃত্তরা। বেশ কিছুক্ষণ পর তালা ভেঙে সেখান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।