মানিকগঞ্জে শেষ হলো চার দিনব্যাপী বাউল মেলা
মানিকগঞ্জে শেষ হলো চার দিনব্যাপী ঐতিহ্যবাহী বাউল মেলা। মাদার ফাউন্ডেশনের আয়োজনে এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের বাউল শিল্পীদের সঙ্গে ভারতের বাউল শিল্পীরাও অংশ নেন।
বুধবার সমাপনী দিনে ক্ষুদে গানরাজ শিল্পীরা বাউল গান শোনায়। স্থানীয় বিজয়মেলা মাঠে নানা বয়সী হাজারো দর্শক বাউল সংগীত উপভোগ করেন।
চারদিনের বাউল মেলায় গুনীজনদের সংবর্ধনা, শ্রেষ্ঠ বাউলদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

সাব্বির সোহেল, মানিকগঞ্জ