১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দি রুটের ফেরি চলাচল স্বাভাবিক
প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটের ফেরি চলাচল। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, রাত থেকেই কয়েকটি ফেরি যানবাহন ও মালামাল নিয়ে অপেক্ষা করছিল। কুয়াশা কেটে গেলে আজ বেলা পৌনে ১১টার দিকে ফেরিগুলো শিমুলিয়া-কাওরাকান্দি ঘাট থেকে ছেড়ে যায়। একই ভাবে মাঝ নদীতে নোঙর করা ফেরিগুলোও যার যার গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানিয়েছিলেন, কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়াঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক যানবাহন।