মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ‘খুন’
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বড় ভাই সুমন দাস (৩১) তাঁর ছোট ভাই রাজন দাসকে (২৮) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিরাজদীখান থানা পুলিশ গতকাল শনিবার রাত ১০টায় নিজ বাড়ি থেকে রাজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ রোববার সকাল ৯টায় লাশ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভাই ভাই ঝগড়ার চিৎকার শুনে লোকজন এসে দেখে, রাজন মাটিতে পড়ে আছেন। তাঁর বুকের বাঁ দিকে ক্ষত দিয়ে রক্ত ঝরছে। এ সময় তাঁর ভাই ও মা অন্ধকারে পালিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।
রাজনের স্ত্রী দীপা বর্মণ জানান, তিনি দুই বছরের কন্যাসন্তান নিয়ে বাবার বাড়ি গিয়েছিলেন। মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি এসে দেখেন, তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে। তবে কী নিয়ে ঝগড়া হয়েছিল, তা তিনি জানেন না।
সিরাজদীখান থানার ওসি (প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। খুনিকে আটকের চেষ্টা চলছে।