কুমিল্লায় ২৫টি পেট্রলবোমা উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/07/photo-1425712746.jpg)
কুমিল্লার বালুতোপা এলাকা থেকে গতকাল দিবাগত রাতে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি
ভারত সীমান্তবর্তী কুমিল্লার বালুতোপা এলাকায় অভিযান চালিয়ে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ১০ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সুবেদার মো. আবু তাহেরের নেতৃত্বে বালুতোপা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিশেষ টহল দলটি বোমাগুলো উদ্ধার করে।
মোখলেসুর রহমান আরো জানান, বিজিবির অবস্থান টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যৌথবাহিনীর অভিযানও চলছে।