চালনা পৌরসভায় ভোট কেনার সময় এজেন্টের কারাদণ্ড
ভোট কেনার উদ্দেশে টাকা লেনদেনের ঘটনা হাতেনাতে প্রমাণ পাওয়ায় খুলনার চালনা পৌরসভায় এক স্বতন্ত্র মেয়র পথপ্রার্থীর এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার চালনা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে বলেন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অচিন্ত কুমার মণ্ডলের এজেন্ট রিপন বাছাড়কে এক মাসের অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘টাকা লেনদেনের ঘটনা হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। এই টাকা গ্রহণকারী স্বীকার করেছেন, তাঁকে ভোটের জন্য এক হাজার টাকা দেওয়া হয়েছিল।’
এ ছাড়া চালনা পৌরসভা নির্বাচনে শোডাউন করায় দুই কাউন্সিলর পদপ্রার্থীকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, চালনা পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জামিলা বেগম বেবী নামের এক প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
চালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সাতজনের মধ্যে ডলি আক্তার নামে একজন নারী রয়েছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা