মাদারীপুরে পৌর নির্বাচনে প্রচারের মূল ইস্যু পদ্মা সেতু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/28/photo-1451253557.jpg)
পৌর ভোটে সিল-ব্যালটের যুদ্ধ আসন্ন। দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারদের মন জয় করতে সকাল থেকে রাত অবধি চালাচ্ছে প্রচার-প্রচারণা; দিচ্ছে নানা প্রতিশ্রুতি। আর এ সুযোগে দক্ষিণাঞ্চলবাসীর কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণ ইস্যুকে কাজে লাগিয়ে জোর প্রচার চালাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। তবে জাতীয় পর্যায়ের এ ইস্যুকে পুঁজি করে প্রচারণাকে বিএনপি দেখছে প্রতারণার শামিল হিসেবে।
সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবায়নের পথে পদ্মা সেতু। এরই মধ্যে সেতুর মূল পাইলিংয়ের কাজও শুরু হয়েছে। এতে আশান্বিত দক্ষিণাঞ্চলবাসী। আর এ ইস্যুকে কেন্দ্র করে মাদারীপুরের তিনটি পৌর নির্বাচনে জোর প্রচার চালাচ্ছেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীরা। তাঁরা দাবি করছেন, এই সেতু নির্মাণ হলে মাদারীপুরকে একটি আধুনিক ও ব্যবসায়ী কেন্দ্রে পরিণত করবে। তাই তো প্রচারের শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে, উঠান বৈঠক আর পথসভার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।
তবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বলেছেন, জাতীয় ইস্যুকে পুঁজি করে মাদারীপুরবাসীকে যে আশা দিচ্ছেন, যা শুধুই প্রতারণার। তাঁরা এ ইস্যুতে প্রচার না চালানোরও আহ্বান জানান।
এ তিন পৌরসভায় মেয়র পদে ১২, সাধারণ কাউন্সিলর পদে ১১৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২ প্রার্থী লড়বেন। ৮৬ হাজার ৬২৫ জন ভোটার ৪৭টি কেন্দ্রে, ২৭৪টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ আচারণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা পারভেজ রায়হান।