দড়িতে ঝুলন্ত বাবা, খাটে মেয়ের লাশ
খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা মোস্তফা কামাল (৫২)। আজ বুধবার ভোরে নিজ বাসভবনে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পাশেই খাটের ওপর পড়ে ছিল তাঁর শারীরিক প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া ওরিনের (১৫) লাশ।
নগরীর পরমাণু চিকিৎসাকেন্দ্রে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন মোস্তফা কামলা। সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর নেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুলিশ গিয়ে মোস্তফা কামালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় খাটের ওপর মেয়েটির লাশ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের ধারণা, শারীরিক প্রতিবন্ধী মেয়েটিকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন বাবা। হতাশা থেকে মোস্তফা কামাল এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা