নদীতে ফেলা জালে উঠে এলো শিশু
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোমতী নদী থেকে দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পানিতে পেতে রাখা জাল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
শিশুটিকে সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জেলেদের বরাত দিয়ে পুলিশ জানায়, চরচাষী গ্রামের আবুল হোসেন নামে এক ব্যক্তি গোমতী নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি গোমতী সেতু থেকে মাঝনদী বরাবর কিছু ফেলে দিতে দেখেন। পরে তিনি অন্য জেলেদের নিয়ে গোমতী সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন ওই স্থানে গিয়ে দেখেন সেখানে মাছের জন্য পেতে রাখা জালে একটি শিশু আটকে আছে।
পরে আবুল হোসেনসহ অন্য জেলার শিশুটিকে উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক পর্যবেক্ষণের পর শিশুটি জীবিত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলী জানান, শিশুটির অবস্থা এখন আশঙ্কামুক্ত। তবে শিশুটি মানসিক প্রতিবন্ধী।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েত-উল-ইসলাম ভূঁইঞা জানান, তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে শিশুটি খুব ছোট ও মানসিক প্রতিবন্ধী। মানবিক দিক বিবেচনা করে চরচাষী গ্রামের আবুল হোসেন স্ত্রী শিল্পী বেগমকে শিশুটির লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী রোববার শিশুটিকে সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।