রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের
রংপুরে সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
আজ সোমবার উপজেলার পাগলাপীর ও মাহীগঞ্জে এ দুটি দুর্ঘটনা ঘটে। পাগলাপীরের দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পাগলাপীরের সড়ক দুর্ঘটনায় নিহতরা হলো শিশু আরাম মিয়া, তফুল ইসলাম, আলিমুদ্দিন মাস্টার ও অজ্ঞাত এক বৃদ্ধ। অপরদিকে মাহীগঞ্জের দুর্ঘটনায় নিহতরা হলো অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মাহাবুবুর রহমান, তাঁর স্ত্রী নাজমা বেগম ও পথচারী সানু।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রংপুর জেলা কারাগারের একটি পিকআপ ভ্যান দিনাজপুর থেকে রংপুর আসছিল। বিকেল ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের পাশে ঠাকুরপাড়া এলাকায় পিকআপ ভ্যানটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো এক বৃদ্ধ মারা যায়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা কারাগারের পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে ওই মহাসড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এতে ওই মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। পুলিশ গিয়ে লোকজনকে সরিয়ে অবরোধ সরানোর চেষ্টা করছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, এদিকে দুপুরের দিকে রংপুর-পীরগাছা সড়কের মাহীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মাহাবুবুর রহমান, তাঁর স্ত্রী নাজমা বেগম ও পথচারী সানু নিহত হন।