লঞ্চে বন্ধুর সামনে তরুণীকে ধর্ষণের চেষ্টা, আটক ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/18/photo-1453123337.jpg)
লঞ্চে ছেলেবন্ধুর সামনে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছে আগ্নেয়াস্ত্রধারী চার যুবক। পরে তাদের একটি রিভলবার, দুটি গুলিসহ চাঁদপুর নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশের কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গতকাল রোববার রাত পৌনে ৮টায় এম ভি পারাবত-১৪ লঞ্চটি ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার পথে লঞ্চের স্টাফ কেবিনে থাকা তরুণী এক যাত্রীকে একই লঞ্চের চার যুবক সুমন (২৫), ইমরান (২৪), সাব্বির (২০) ও রজ্জব আলী (২৫) শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই তরুণীর সঙ্গে থাকা তাঁর বন্ধুর (২৮) চিৎকারে লঞ্চের অন্য যাত্রীরা এসে তাঁদের উদ্ধার করেন। পরে রাত পৌনে ১২টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছালে লঞ্চের মাস্টার বিষয়টি নৌ-পুলিশকে জানান। চাঁদপুর নৌ-পুলিশ একটি রিভলবার, দুটি গুলিসহ চার যুবককে আটক করে।
এদিকে আজ সকালে ওই তরুণী বাদী হয়ে নারী নির্যাতন আইনে একটি মামলা করেছেন। অন্যদিকে চাঁদপুরের নৌ-পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে অবৈধ অস্ত্র আইনে একটি মামলা করেছেন।