নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
হরতাল-অবরোধের হাত থেকে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন করেছেন মেহেরপুরের প্রাথমিক শিক্ষকরা। ছবি : এনটিভি
হরতাল-অবরোধে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন করেছেন মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধন কর্মসূচির সময় এক সমাবশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, গাংনী উপজেলা শাখার সহসভাপতি তামজিদুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

রেজ আন উল বাসার, মেহেরপুর