ময়মনসিংহে বাসে আগুনের ঘটনায় নিহতের বোনের মামলা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের বাসে অগ্নিকাণ্ডে নিহত বাসচালক জুলহাসের (৩৫) ছোট বোন ময়না বেগম থানায় মামলা করেছেন। তবে মামলায় কারও নামোল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ভালুকজান এলাকায় অবস্থিত সাইফুল ফিলিং স্টেশনের সামনের রাস্তায় পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয় এক মুখোশধারীসহ তিন যুবক। এতে দগ্ধ হয়ে মারা যান বাসটির চালক জুলহাস। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাসটি পোট্রোল পাম্পের সামনের রাস্তায় পার্কিং করা ছিল।
বাসে আগুনের ঘটনায় লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন-শারমিন সুলতানা (৩০) ও শাহিদুল ইসলাম। শারমিন সুলতানার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মো. রোকনুজ্জামান বলেছেন, এটা স্পষ্টত নাশকতা। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব। বাসের চালক জুলহাস পুড়ে মারা গেছে। পুলিশ পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় এনেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ