সচিবালয়ের ফটকের কাছে বিস্ফোরণ
সচিবালয়ের ৩ নম্বর ফটকের বাইরে বিদ্যুৎ ভবনের পূর্ব পাশে আজ বেলা ১১টার দিকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সচিবালয়, বিদ্যুৎ ভবনসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সচিবালয়ের গেটের বাইরে ও বিদ্যুৎ ভবনের সামনে দুষ্কৃতকারীরা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয়, অন্যটি আংশিক বিস্ফোরিত হয়। এ সময় বিদ্যুৎ ভবনের বাইরের সিসি ক্যামেরা বন্ধ ছিল। এতে ধারণা করা হচ্ছে, সেখানকার কোনো কর্মচারী ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এম এ নোমান