‘ঘাষিয়াখালী চ্যানেল সারা জীবন চালু থাকবে’
মংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌপথের খননকাজের অগ্রগতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক ও চ্যানেল পরিদর্শন করেছে ‘মংলা-ঘাষিয়াখালী চ্যানেল খনন বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি’।
আজ রোববার দুপুরে মংলার স্থায়ী বন্দর এলাকায় অবস্থিত বন বিভাগের রেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন কমিটির প্রধান ও খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বৈঠকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পরিবেশ অধিদপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশসহ মংলা ও রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মো. আবদুস সামাদ সাংবাদিকদের জানান, যেমনটা আশঙ্কা করা হয়েছিল সেই তুলনায় চ্যানেলটিতে কম পলি পড়ছে। তারপরও নাব্যতা ধরে রাখার জন্য মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের সঙ্গে যুক্ত ৮৩টি খাল খননের প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে মংলা-ঘাষিয়াখালী চ্যানেল সারাজীবনের জন্য চালু থাকবে।

আবু হোসাইন সুমন, মোংলা